Home First Lead জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, আহবায়ক নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, আহবায়ক নাহিদ

নাহিদ ইসলাম ও আখতার হোসেন

ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো

রাজনৈতিক দলের ঠাঁই হবে না: নাহিদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো। জুলাই-আগস্ট আন্দোলনের তরুণ নেতৃত্বে গঠিত এ দলের আহবায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল ও আহবায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

পরে আংশিক কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করেন আখতার হোসেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম ঘোষণা করেন তিনি।

বিকাল সাড়ে চারটার দিকে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত গাওয়া হয়।

পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

সকাল থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করেছি। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। জুলাই অভ্যুত্থানের স্লোগান ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’, সেই স্লোগান থেকেই আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে।

নাহিদ বলেন, আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে যে জনগণকে রাষ্ট্রকে দুর্বল করে রাখা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে সেই রাজনীতি ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশকে আর কখনো বিভাজন করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব।

এরপর নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র পাঠ করেন।

জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহতদের কয়েকজন, বিএনপি, জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিবশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।