Home রাজনীতি গুঁড়িয়ে দেয়া হয়েছে বগুড়া জাতীয় পার্টি অফিস

গুঁড়িয়ে দেয়া হয়েছে বগুড়া জাতীয় পার্টি অফিস

গুঁড়িয়ে দেয়ার পর বগুড়া জাতীয় পার্টি অফিস। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: ভাংচুর ও অগ্নিসংযোগ করে এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে জাতীয় পার্টির কার্যালয়। বৃহস্পতিবার মধ্যরাতে কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত জাতীয় পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়,  সংলগ্ন বগুড়া টাউন ক্লাব এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত অফিস, জাসদ কার্যালয় গুঁড়িয়ে দেন।

এর আগে সন্ধ্যায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনার নামফলক ভাঙচুর করা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাতুড়ি, শাবল নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা ভবনের নিচতলায় লিফটের কাছে স্থাপিত নামফলক ভেঙে ফেলে। একদল যুবক বিভিন্ন স্লোগান দিয়ে ভবনের নিচতলায় ফলকটি ভেঙে ফেলে।