Home আন্তর্জাতিক জাপানে অলিম্পিক কমিটির প্রধান মহিলা ক্রীড়াবিদই

জাপানে অলিম্পিক কমিটির প্রধান মহিলা ক্রীড়াবিদই

মহিলাদের প্রতি বৈষম্যমূলক মন্তব্য করে অলিম্পিক আয়োজক কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইয়োশিরো মোরি। তাঁর বদলে যিনি প্রধান হলেন, তিনিও এক মহিলা, তাঁর নাম সেইকো হাশিমোতো।

জাপানের পূর্বতন প্রধানমন্ত্রী ইয়োশিরো সরে দাঁড়িয়েছিলেন বললে ভুল হবে, বলা ভাল তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ২০২০ টোকিও অলিম্পিক করোনা মহামারির কারণে পিছিয়ে গেছে। নতুন সূচিতে চলতি বছরের ২৩ জুলাই হবে মেগা আসর।
সেইকো হাশিমোতো অবশ্য জাপানের রাজনীতি ও ক্রীড়াঙ্গনের পরিচিত এক নাম। তিনি প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির মন্ত্রিসভায় অলিম্পিক বিষয়ক মন্ত্রী ছিলেন। তাঁকে অবশ্য মন্ত্রীত্ব ছেড়েই এই দায়িত্ব নিতে হচ্ছে।

হাশিমোতোর জন্ম জাপানের উত্তরের জেলা হোক্কাইডোতে। তুষারপাতের জন্য পরিচিত হোক্কাইডো হচ্ছে জাপানের শীতকালীন খেলার কেন্দ্রস্থলও। সেই সূত্রে অল্প বয়সেই স্কেটিং রিঙ্কে তাঁর পদচারণ। পাশাপাশি প্রশিক্ষকের পরামর্শে সাইকেল চালনাতেও দক্ষ হয়ে ওঠেন।
১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ে চারটি শীতকালীন অলিম্পিকে স্পিড স্কেটিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সাইক্লিস্ট হিসবে গ্রীষ্মকালীন তিনটি অলিম্পিকে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯২ সালে মহিলাদের ১,৫০০ মিটার স্পিড স্কেটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

হাশিমোতো অনেক দিন থেকেই জাপান অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের সদস্য এবং ২০২০ অলিম্পিক টোকিওতে নিয়ে আসায় সক্রিয় ভূমিকা তিনি পালন করেছেন।

আয়োজক কমিটির সভাপতি পদের বাছাইপ্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর হাশিমোতো বলেছেন, চলতি গ্রীষ্মে নিরাপদ ও নিশ্চিত গেমসের আয়োজন করা তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক কঠিন বাধা পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। লড়াই না করলে সেই জয়ের স্বার্থকথা থাকে না।
তিনি এও জানিয়েছেন, আমার লক্ষ্য জাপানে খেলাধুলোয় মহিলাদের আরও স্বাধীনতা প্রদান। সেটাই আমার লক্ষ্য হবে।

-ইন্টারনেট