বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের সাথে আজ রবিবার ( ২২ নভেম্বর ) জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো ‘র সাথে এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও জেটরোর প্রতিনিধি ও জাপান-বাংলাদেশ চেম্বারের ইউজি অ্যান্ডো চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বাণিজ্যিক সম্পর্কের রোডম্যাপ প্রণয়নে ‘জাপান-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তিঃ আগামী এক দশকের পরিকল্পনা’ শীর্ষক যৌথ প্রকল্পের বিষয়ে হয়েছে এই সমঝোতা ।
জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পরিকল্পনা, বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে একটি যৌথ প্রকল্প। এর আওতায় চিটাগাং চেম্বার, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার আগামী ১০ বছরের জন্য রিসার্চ ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে।
আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে অংশ নেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টিটিভ হায়াকাউয়া ইউহো ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
এই কর্মসূচির লক্ষ্য হলো আগামী ১০ বছর ১০ বছরের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন যার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনাসমূহ নির্ণয় করা যাবে এবং জাপান ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগ শক্তিশালী হবে।