Home শিক্ষা জাবি শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবে

জাবি শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনার বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করার আল্টিমেটাম দেন তারা।

হামলায় আহত শিক্ষার্থীদের ব্যয় বহনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারা বলেন, হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের বাইরে যেসব শিক্ষার্থী এখনো রয়েছেন তাদের পুলিশি হেফাজতে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে হবে এবং নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে হবে।

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। আজকের মধ্যেই মামলা হতে পারে।’