Home আইন-আদালত জামাইবাবুদের জন্য দুঃসংবাদ

জামাইবাবুদের জন্য দুঃসংবাদ

কেরল হাইকোর্ট। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

শ্বশুর বাড়ির সম্পত্তিতে ভাগ বসাতে পারবেন না জামাই, আইনত তাঁর সে অধিকার নেই, সম্প্রতি এক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে ভারতের কেরল হাইকোর্ট । সোমবার এক মামলার শুনানিতে এই নির্দেশিকা জারি করেছেন কেরল হাইকোর্টের বিচারপতি এন অনিল কুমার।

কান্নুরের তালিপারম্বার ডেভিস রাফেল বনাম তাঁর শ্বশুর হেনড্রি থামসের মামলা কেরল হাইকোর্টে বিচারাধীন ছিল। তারই শুনানিতে উচ্চ আদালত জানিয়েছে, শ্বশুরের সম্পত্তি, বা শ্বশুর বাড়ির কোনও কিছুর উপরেই আইনত অধিকার দাবি করতে পারেন না জামাই। এই দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডেভিস। পায়ান্নুরের সাব কোর্টে তাঁর আবেদন খারিজ হয়ে যায়, এরপর কেরল হাইকোর্টে যান তিনি। তবে সেখানেও একই কথা জানানো হল তাঁকে।

ডেভিস দাবি করেছেন, এক গির্জা কর্তৃপক্ষ তাঁকে উপহার দিয়েছেন ওই সম্পত্তি। তার দলিলও আছে। কিন্তু যেহেতু সম্পত্তি হেনড্রির, তাই গির্জার দেওয়া দলিল আদৌ কার্যকর হবে না, জানিয়েছে আদালত। ডেভিস এও দাবি করেছেন, হেনড্রির একমাত্র মেয়েকে বিয়ে করার পর তাঁকে নাকি দত্তক নিয়েছে তাঁর শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু আদালত সেই দাবি নস্যাৎ করে দিয়ে জানিয়েছে, জামাই হিসেবে আইনত কোনও অধিকার শ্বশুর বাড়ির সম্পত্তির উপর দাবি করা যাবে না।