এমরান হোসেন, জামালপুর থেকে: জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিনন্দেরপাড়া বাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জানুয়ারি) অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া বাজার এলাকার মহাসড়কে রোববার সকালে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, নাম পরিচয় বিহীন উদ্ধারকৃত মৃতদেহ ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে।