বিজনেসটুডে২৪ প্রতিনিধি, জামালপুর: জমি নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে একই পরিবারের তিন সদস্যের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই নৃশংস ঘটনা ঘটেছে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে। ঘটনায় আহতরা হলেন বিপুল মিয়া (৪৫) ও তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও বৃদ্ধা মা আসমা বেগমকে (৬৫)। হামলায় বিপুল মিয়ার ডান পা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মুক্তা বেগমের বাম পা ও দুই হাতের কব্জি আঙ্গুল কেটে ফেলে এবং তার পিছনে অংশে কুপিয়ে বিভিন্ন স্থানে ক্ষত করে। বিপুলের মা আসমা বেগমের ডান হাত ভেঙে গেছে।
ঘটনার সময় বিপুল মিয়া ও মুক্তা বেগমের একমাত্র ছেলে সন্তানটি খেলতে খেলতে বাড়ি দিকে আসছিল। এ সময় বিপুলের ভাইয়ের স্ত্রী আঁখি আক্তার তাকে নিয়ে পালিয়ে যায়। আঁখি আক্তার বলেন, ঘটনার সময় বিপুল ভাইয়ের একমাত্র ছেলে মমিন (১২) বাড়িতে ছিলনা। ওই সময় বাইরে থেকে বাড়ির দিকে আসছিল। আমি কিছু বুঝতে না দিয়ে রাস্তা থেকে মমিনকে নিয়ে পালিয়ে যাই। মমিন থাকলে তাকেও মেরে ফেলতো তারা।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। মুক্তা বেগম ও আসমা বেগম হাত পায়ের রগকাটা অবস্থায় প্রাথমিক চিকিৎসা করে ময়নমসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেলের সঙ্গে চাচাতো ভাই আনোয়ার তালুকদার কালুর ছেলে বিপুল মিয়ার বসতবাড়ির ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।বসতভিটার গাছ কর্তনে বাধা দিতে পারে সন্দেহে সরিষাবাড়ী থানায় প্রতিপক্ষ আসাদুজ্জামান আপেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপুল মিয়া।
এ পেয়ে ১৭ জানুয়ারি শুক্রবার সকালে আপেলের নেতৃত্বে কাটারি, চাপাতি, রামদা নিয়ে বিপুল মিয়ার বাড়িঘরে অতর্কিতভাবে হামলা চালায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের। এর জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তারে কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।