Home আইন-আদালত জামিনের মেয়াদ বাড়ল খালেদা জিয়ার

জামিনের মেয়াদ বাড়ল খালেদা জিয়ার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে আগের শর্ত অনুযায়ী এই সময়ের মধ্যে চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে তিনি বিদেশে যেতে পারবেন না।

সোমবার (০৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে খালেদার জামিন পূর্বের শর্তে আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এ সম্পর্কিত নথিতে অনুমোদন দেয়ার পর উক্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার জামিনের শর্ত দুটি হল- তিনি নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

আইনমন্ত্রী বলেন, আগের যে শর্তগুলি ছিলো তার একটা হল- তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং (আরেকটি) নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন। সেই শর্ত সাপেক্ষেই এটা (জামিন) বর্ধিতকরণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, উনারা বলেছিলেন বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে। এক্ষেত্রে বলা হয়েছে, উনি যদি দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেন তাহলে সরকারের তাতে আপত্তি নেই।

বিদেশের যাওয়ার আবেদনের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা আবেদনপত্রটি পড়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং এই মতামত দিয়েছি।

আইনমন্ত্রী বলেন, হাসপাতাল নির্ধারণ করে দেয় হয়নি। তিনি বুঝবেন, কাকে স্পেশালিস্ট (চিকিৎসক) হিসেবে রাখবেন সেই স্বাধীনতা তার আছে।

এর আগে ২ মার্চ খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দার। আবেদনপত্রে বিএনপি চেয়ারপারসনের দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজা নিয়ে প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে ছিলেন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে প্রায় ১১ মাস চিকিৎসা দেওয়া হয়।

এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়ার আবেদন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়। শর্ত দুটি হলো- তিনি নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

গেল বছরের ২৫ মার্চ সরকার ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। পরে দ্বিতীয় দফায় তার সাজার স্থগিতাদেশ আরও ছয় মাস বাড়ানো হয়। দ্বিতীয় দফায় মুক্তির ক্ষেত্রেও আগের শর্তগুলো অপরিবর্তিত ছিলো। এবারও শর্তগুলো বহল রাখা হয়েছে।