Home বিনোদন পাকিস্তানের অভিনেত্রী জারনিশের ব্যস্ততা সংসার নিয়ে

পাকিস্তানের অভিনেত্রী জারনিশের ব্যস্ততা সংসার নিয়ে

জারনিশ খান। ছবি সংগৃহীত।

বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় মুখ জারনিশ খান। অনেক দিন ধরেই শোবিজ থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। ধর্মীয় রীতি অনুযায়ী জীবন পরিচালনা করে চলেছেন। স্বামী-সংসার নিয়েই তার যত ব্যস্ততা।

 

জারনিশ খান। ছবি সংগৃহীত।

তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় জারনিশকে। শোবিজে অনিয়মিত হলেও জারনিশ খানের আগের অনেক ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় থেকে গেছে। এ জন্য সেই প্ল্যাটফর্ম থেকে নিজের সব পুরোনো ছবিগুলো ব্যবহার না করার জন্য আহ্বান জানালেন এবার।

জারনিশ খান। ছবি সংগৃহীত।

ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাইকে শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি, অনুগ্রহ করে আমার পুরনো ছবিগুলো ব্যবহার করবেন না। আমি আপনাদের কেবলই অনুরোধ করতে পারি…আর আমি এখন পর্দা করি।

তিনি জানিয়েছেন, কেউ যদি চায় তাহলে তার সম্পর্কে যা খুশি লিখতে পারেন। কিন্তু তার পুরনো ছবি ও ভিডিও ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

একটি টেলিভিশন শোয়ে দেশটির আলোচিত অভিনেত্রী আলিজেহ শাহ সম্পর্কে ভুল মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তার সেই ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যান করেছিলেন আলিজেহ শাহ।

জারনিশ খান অভিনেত্রী ওয়াজাহাত রাউফের শোয়ে আলিজেহ শাহ সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, কেউ যদি তার সঙ্গে খারাপ আচরণের প্রতিযোগিতা করে, তাহলে তিনি জয়ী হবেন। তবে সবশেষ আলিজেহ শাহকে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।