বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: জার্মানি থেকে বালিশের কভারসহ এক লাখ বিছানার চাদর কেনার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ পুলিশের।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিপিএম’র প্রেরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সমপ্রতি সোশ্যাল মিডিয়াতে আইজিপি মহোদয় পুলিশ বাহিনীর জন্য ১ লাখ চাদর ক্রয় করার লক্ষ্যে জার্মানি সফর করছেন মর্মে একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। এ বিষয়ে প্রকৃত সত্য হলো- পুলিশ বাহিনী জার্মানি থেকে বালিশের কভারসহ বিছানার চাদর ক্রয় করছে না। তাছাড়া, জার্মানি বিছানার চাদর উৎপাদন ও রপ্তানিকারক কোনো দেশ নয়, তারা ভারী শিল্পের দেশ।
সঙ্গত কারণে আইজিপি মহোদয়ের চাদর, বালিশের কভার ক্রয়ের জন্য জার্মানি গমনের কোনো অবকাশ নেই। তাছাড়া, গণক্রয় আইন অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা ব্যক্তিগত সামগ্রীর মতো কোনো মার্কেট বা দেশ সফরে গিয়ে কোনো প্রকার সরকারি পণ্য ক্রয় কিংবা সংগ্রহ করতে পারেন না। এক্ষেত্রে নির্ধারিত সরকারি ক্রয় প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ পুলিশ সব সময়ই স্থানীয় দরপত্রের মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারীদের প্রস্তুতকৃত বিছানার চাদর, বালিশের কভার ক্রয় করে থাকে।
চলতি বছরেও অনুরূপভাবে বাংলাদেশ পুলিশ স্থানীয়ভাবে দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রস্তুতকৃত বিছানার চাদর, বালিশের কভার সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রাথমিকভাবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি সরকারি আদেশে অনবধানতাবশত (Inadvertently) সৃষ্ট ভাষাগত বিভ্রাটপ্রসূত তথ্যগত বিভ্রান্তির কারণে সোশ্যাল মিডিয়াতে একটি অপপ্রচারকারী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি গুজব আকারে ছড়িয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছে। এ বিজ্ঞপ্তির পর এ সংক্রান্ত সকল বিভ্রান্তির নিরসন হবে বলে পুলিশ সদর দপ্তর প্রত্যাশা করে।