Home Second Lead জালালাবাদে তালিবানের পতাকা নামিয়ে বিক্ষোভ, বহু হতাহত

জালালাবাদে তালিবানের পতাকা নামিয়ে বিক্ষোভ, বহু হতাহত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কাবুলের ঠিক আগেই জালালাবাদ শহর দখল করেছিল তালিবান। মঙ্গলবার সেখানে জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলনে নামল সাধারণ মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জনতা এদিন রাস্তায় নেমে বিভিন্ন সরকারি ভবনের ওপর থেকে তালিবানের পতাকা নামিয়ে দেয়। তার জায়গায় উড়িয়ে দেয় লাল, সবুজ আর কালো রং-এর জাতীয় পতাকা। সংবাদ সংস্থা পাজহোক-এর টুইট করা এক ভিডিওতে দেখা গিয়েছে, জালালাবাদে জাতীয় পতাকা নিয়ে রাস্তা পেরোচ্ছে জনতা। এমন সময় মেশিন গানের গুলির শব্দ শোনা গেল। থেমে গেল জনতা। তারা স্লোগান দিতে লাগল। গুলিতে অনেকেই হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবারই ‘ইউনিটি গভর্নমেন্ট’ তৈরির জন্য আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে বসেছেন তালিবান কম্যান্ডার তথা হাক্কানি নেটওয়ার্কের প্রথম সারির নেতা আনাস হাক্কানি। তালিবানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নাম হাক্কানি নেটওয়ার্ক। রবিবার তারাই কাবুল দখল করে। পাকিস্তান সীমান্তে রয়েছে তাদের ঘাঁটি। গত কয়েক বছরে আফগানিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের জঙ্গি হানার সঙ্গে হাক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল।

দ্বিতীয়বার ক্ষমতায় এসে এখনও পর্যন্ত নিজেদের নরমপন্থী ভাবমূর্তি তুলে ধরতে চাইছে তালিবান। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, তাঁরা কারও ওপরে প্রতিশোধ নেবেন না। মহিলাদের সমান অধিকার দেবেন। সংবাদপত্রের স্বাধীনতা বজায় থাকবে।

গত ১৫ অগাস্ট কাবুলে প্রবেশ করার পরেই তারা জানিয়ে দেয়, আর কোনও রক্তপাত হবে না। তারা বিজয়োৎসব করবে না। এরপরেই জানা গেল, জালালাবাদে জনতার ওপরে গুলি চালিয়েছে জঙ্গিরা।

গত কয়েকদিন ধরে তালিবানের হাত থেকে পালানোর জন্য কাবুল বিমান বন্দরে ঢুকতে চাইছে নারী ও শিশুরা। ছবিতে দেখা যায়, ধারালো অস্ত্র নিয়ে তালিবান যোদ্ধারা তাদের তাড়া করছে। বিমান বন্দর থেকে ভিড় হটানোর জন্য গুলিও চালিয়েছে তালিবান।

লস এঞ্জেলিস টাইমসের সাংবাদিক মার্কাস ইয়াম বুধবার টুইটারে কয়েকটি ছবি আপলোড করে জানিয়েছেন, অন্তত আধ ডজন নারী ও শিশু তালিবানের হামলায় আহত হয়েছে। বিমান বন্দরে ঢোকার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। লাঠি ও চাবুক হাতে ভিড় নিয়ন্ত্রণ করছে তালিবান যোদ্ধারা।

ফক্স নিউজে দেখা গিয়েছে, কাবুলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তালিবান যোদ্ধারা। প্রাক্তন সরকারি কর্মীদের দেখলে গুলি চালাচ্ছে। তাখার প্রদেশে মাথা না ঢেকে রাস্তায় বেরোনর জন্য এক মহিলা তালিবানের হাতে খুন হয়েছেন।