Home Third Lead চট্টগ্রাম-১৬ ( বাঁশখালী ) আসনে জাসদের প্রার্থী হচ্ছেন কামাল মোস্তফা চৌধুরী

চট্টগ্রাম-১৬ ( বাঁশখালী ) আসনে জাসদের প্রার্থী হচ্ছেন কামাল মোস্তফা চৌধুরী

কামাল মোস্তফা চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ জাসদ নেতা কামাল মোস্তফা চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ ( বাঁশখালী ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের কাছে থেকে মনোনয়নপত্র নিয়েছেন তিনি।

দক্ষিণ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক, প্রবীণ জাসদ নেতা কামাল মোস্তফা চৌধুরী।

মঙ্গলবার সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ-এর সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আওরঙ্গজেব। প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাসদের সদস্য কামাল মোস্তফা চৌধুরী। সভা সঞ্চালন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন।

মনোনয়নপত্র সংগ্রহ: চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদ-এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল মোস্তফা চৌধুরী দলের কেন্দ্রীয় কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের কাছে থেকে চট্টগ্রাম-১৬ ( বাঁশখালী ) আসনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন ইতিমধ্যে।

কামাল মোস্তফা চৌধুরী বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামের কাজিম চৌধুরী বাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় করার সময়ে অবস্থায় আমদানি-রফতানি এবং শিপিং ব্যবসায় শুরু করেন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি রাজা করপোরেশন ও কেএমসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, হলি ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড, চট্টগ্রামের উদ্যোক্তা পরিচালক এবং আহমদিয়া ছুন্নিয়া ডলমপীর (রহ.) মাদ্রাসা, গুনাগরী, বাঁশখালী, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা।

কামাল মোস্তফা চৌধুরী ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে জড়িত। তিনি বাঁশখালীর কোকদন্ডী গুনাগরী হাইস্কুল কমিটির সাবেক মেম্বার এবং চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চিটাগাং সিনিয়র ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, কুমিল্লা সেনানিবাস এবং আর্মি গলফ ক্লাব ঢাকা সেনানিবাসের সদস্য।