Home Second Lead পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার একাধিক সরকারি সূত্র উল্লেখ করে সে দেশের জনপ্রিয় দৈনিক গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, ট্রুডো দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী দুই পদ থেকেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।

রোববার‘ দ্য গ্লোব’ জানায়, আজই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো। দ্য গ্লোবের সূত্রে জানা গেছে, বুধবার লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই এই ঘোষণা আসবে।

দ্য গ্লোব আরও জানিয়েছে, পদত্যাগের পরও ট্রুডো অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন কি-না, তা নিশ্চিত নয়। তাৎক্ষণিকভাবে নতুন কাউকে নেতৃত্ব দেওয়ার বিকল্পটিও রয়েছে লিবারেল পার্টির সামনে।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রুডোর জনপ্রিয়তা অনেক কমে এসেছে। তার সরকার কয়েক দফা অনাস্থা ভোট কোনো মতে এড়াতে সক্ষম হলেও সমালোচকরা তাকে একাধিকবার পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন।

২০২৫ সালের অক্টোবরের নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রুডো। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অপ্রত্যাশিত চাপের মুখে পড়েছেন তিনি, যা তাকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে।

 দেশের অস্থির অর্থনৈতিক পরিস্থিতি ছাড়াও বিরোধীরা ট্রুডোর বিরুদ্ধে ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে তিনি কানাডার মর্যাদাহানী করেছেন। দলের মধ্যেও এই ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন ট্রুডো।

গত বছর তিনি দেশের সংসদে অভিযোগ করেছিলেন, ভারতীয় এজেন্ট কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছে। সেই থেকে দু্‌ দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে। কূটনীতিক বহিষ্কারের মতো গুরুতর পদক্ষেপও নেয় দু-দেশ। কিন্তু ভারতের দাবি মতো কানাডা হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টের যুক্ত ঞাকার সপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারেনি।

জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে অর্থমন্ত্রী ডমিনিক লেব্লেঙ্কের নাম প্রস্তাব করেছেন। চলতি বছরেই সেখানে জাতীয় সংসদ ভোট হওয়ার কথা। দশ বছর আগে ট্রুডো়র লিবারল পার্টি চরম বিপদে পড়েছিল। তখন দলকে টেনে তুলেছিলেন ট্রুডোই।