Home Second Lead জাহাঙ্গীরনগরে সশরীরে ক্লাস জনসমাগম বন্ধ

জাহাঙ্গীরনগরে সশরীরে ক্লাস জনসমাগম বন্ধ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও যাবতীয় জনসমাগম বন্ধ করে দেয়া হয়েছে।

দেশে করোনা পরিস্থিতির অবনতিতে এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক শেখ মনজুরুল ইসলাম এ প্রসঙ্গে বলেছেন যে , দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার জনসমাবেশ বন্ধ থাকবে। সশরীরে ক্লাসের পরিবর্তনে অনলাইনে ক্লাস চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, প্রতিটি হলে হলে আইসোলেশানের ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একশ’ টাকায় করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। তবে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে।
গত কয়েকদিনে কলা ও মানবিক অনুষদ এবং গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় ৪ঠা জানুয়ারি রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে ৫ই জানুয়ারি রাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১১ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হলেও ২১শে অক্টোবর থেকে অনলাইন-অনসাইট মাধ্যমে শুরু হয় ক্লাস পরীক্ষা।।