Home Third Lead জাহাঙ্গীরনগরে ছাত্রদের ওপর হামলা: আহত ৩০

জাহাঙ্গীরনগরে ছাত্রদের ওপর হামলা: আহত ৩০

বিজনেসটুডে২৪ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকা গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে মারামারি ঘটনা ঘটে স্থানীয় এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে গ্রামবাসী। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান স্থানীয় কয়েকজন তরুণ। হামলার পরই তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শিক্ষার্থী।

বর্তমানে গেরুয়া এলাকায় পুলিশ আসলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন। হাজার খানের গ্রামবাসী নারী পুরুষ শিশুসহ সকলে লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে কয়েক শতাধিক শিক্ষার্থীর সাথে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েছেন দফায় দফায়। এ ছাড়া ওই এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবস্থান করা শিক্ষার্থীদের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত রেখেছি। পুলিশের প্রতি আহ্বান জানাই, তারা যেন স্থানীয়দের শান্ত রাখেন।

এদিকে স্থানীয়রা কয়েক দফা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে বের করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘এলাকার মা বোনদের ইজ্জত বাঁচাতে আমাদের এলাকাকে রক্ষা করতে সবাই বেরিয়ে আসেন। যার ঘরে যা আছে নিয়ে আসেন।’