বিজনেসটুডে২৪ ডেস্ক: ট্রাম্প শুল্কের বিরুদ্ধে এবার পাল্টা অবস্থান নিল জিনপিং প্রশাসন। আজ শুক্রবার তারা ঘোষণা করেছে যে মার্কিন পণ্যের উপরে তারাও অতিরিক্ত ১২৫ শতাংশ শুল্ক চাপাবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শুল্কযুদ্ধ যেন এক নয়া মোড় নিল। যদিও জিনপিং প্রশাসন যে এমন পদক্ষেপই করবে তা বুঝাই যাচ্ছিল।
বিশ্বের একাধিক দেশের উপর বিরাট হারে শুল্ক বসিয়েও আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চিনের বিষয়ে তাঁর অবস্থান একেবারে উলটো। অতিরিক্ত ১২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন বেজিংয়ের উপরে। এবার পালটা দিল চিনও।
চিনের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, চিনের উপর অস্বাভাবিক হারে উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম, অর্থনৈতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। তাই এবার চিনও পালটা শুল্ক চাপাচ্ছে। আর তা লাগু হবে শনিবার থেকেই।
২ এপ্রিল চিনের উপর ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এর পালটা পদক্ষেপ করে চিন। একই হারে শুল্ক চাপানো হয় মার্কিন পণ্যে। চিনের এই পদক্ষেপের পরই ট্রাম্প হুঁশিয়ারি দেন চিন যদি এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে মঙ্গলবারের মধ্যে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে চিনা পণ্যের উপরে। সেই মতো মঙ্গলবার বেজিংয়ের উপর চাপে আরও ৫০ শতাংশ কর। শুরুতে ২০ শতাংশ শুল্ক তো ছিলই তার সঙ্গে বাড়তি ৩৪ ও ৫০ শতাংশ মিলে চিনের উপর মোট শুল্কের বোঝা চাপে ১০৪ শতাংশ।
বুধবার পালটা আমেরিকান পণ্যের উপর ৮৪ শতাংশ শুল্ক চাপায় বেজিং। এই সিদ্ধান্তেই বেজায় চটেন ট্রাম্প। চাপান ১২৫ শতাংশ শুল্ক। এবার ফের তাঁকে পালটা দিল বেজিং।