Home সারাদেশ ‘জিনের বাদশা’ কারাগারে

‘জিনের বাদশা’ কারাগারে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ছয় ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে জেলার ৩ নং আমলী আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা ৭টায় তাদেরকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ জানান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে আটক করে।

তারা হলেন- নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়নপুর গ্রামের আব্দুল মমিন(৬১) ও ইমাম উদ্দিন রাসেল(৩৫), বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের আজিজুল হক(৪১) ও নজরুল ইসলাম(২৬), বসন্তেরবাগ গ্রামের নুর হোসেন(৫০) ও চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের নুরনবী মানিক(৪৭)।

এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোনের ১০টি সিম কার্ড, একটি ম্যাগনেট (চুম্বক) ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ২০১৮ সাল থেকে জিনের বাদশা পরিচয়ে গভীর রাতে মানুষকে ফোনে ভয় ও প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদ অ্যাপসে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার কয়েকজনের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওৎ পেতে প্রতারকচক্রের ছয় সদস্যকে আটক করে। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে তিন ব্যক্তির কাছ থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকা সহ অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ।

পরে বেগমগঞ্জের দক্ষিণ শরিফপুর গ্রামের আবদুল্লাহ ফিরোজ নামে প্রতারণার শিকার এক ব্যক্তি বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় আটক ছয় ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হারিজ করা হয়।