বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আরও একবার মিরপুরকে ছাড়াই দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচ খেলতে দুই দলকেই যেতে হবে চট্টগ্রামে। ২৮ এপ্রিল থেকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
নতুন সিরিজকে কেন্দ্র করে আজ (শনিবার) সূচি ঘোষণা করা হয়েছে। তাতে জিম্বাবুয়ে দলের আগমনের সময়, ম্যাচের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি।
বিসিবির সূত্র অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।
বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল।
জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টেস্ট | ২০ এপ্রিল-২৪ এপ্রিল | সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম |
দ্বিতীয় টেস্ট | ২৮ এপ্রিল-২ মে | জহুর আহমেদ স্টেডিয়াম |
এমআই