বিজনেসটুডে২৪ প্রতিনিধি
হিলি (দিনাজপুর): নতুন শুল্কহারে জিরা খালাস শুরু হয়েছে হিলি স্থল বন্দর থেকে। এখন টনপ্রতি ৩,৫০০ ডলার হারে জিরা খালাস করা হচ্ছে।
ইতিপূর্বে শুল্কহার ছিল ১,৮৫০ ডলার। এই হারে শুল্ক পরিশোধের দাবিতে আমদানিকারকরা ৯ দিন ধরে জিরা খালাস বন্ধ রাখে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত নয়া হারে শুল্ক পরিশোধ করে খালাস করা হচ্ছে বৃহস্পতিবার থেকে। গত ২৭ জুলাই রাজস্ব বোর্ড থেকে শুল্কহার ৩,৫০০ ডলার নির্ধারন করে দেয়া হয়।
শুল্ককর দ্বিগুণ হওয়াতে প্রভাব পড়তে শুরু করেছে জিরার বাজারে। বর্তমানে বাজারে ৮০০ টাকার জিরা বিক্রি শুরু হয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
হিলির সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক রবিউল ইসলাম সুইট জানান, হিলি কাস্টমসে গত ২৭ জুলাই রাজস্ব বোর্ডের নির্দেশনা আসে। জিরার আমদানির শুল্ককর দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ শুল্ককরে ক্ষতিতে পড়বে জিরা আমদানি কারকরা। তাই ভারত থেকে আমদানিকৃত ১ হাজার ৫০০ মেট্রিকটন জিরা খালাস না করে বন্দরে আটকে রাখে আমদানিকারকরা। শেষে গত বৃহস্পতিবার থেকে নতুন শুল্ককরেই বন্দর থেকে জিরাগুলো খালাস করছেন আমদানিকারকরা।
হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, বন্দরে আটকা থাকা প্রায় ৫০টি জিরার ট্রাক গত বৃহস্পতিবার থেকে খালাস করতে শুরু করেছে আমদানিকারকরা। বন্দরে ভারত থেকে জিরা আমদানি স্বাভাবিক রয়েছে।