Home বিনোদন বিয়ে করলেন ‘আড়ি’ পরিচালক জিৎ চক্রবর্তী

বিয়ে করলেন ‘আড়ি’ পরিচালক জিৎ চক্রবর্তী

জিৎ চক্রবর্তী, শানু

বিজনেসটুডে২৪ ডেস্ক:বিয়ের পিঁড়িতে বসলেন পরিচালক জিৎ চক্রবর্তী। ২৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েলন পরিচালক। পাত্রী শানু বক্সী। পরিচালক-পত্নী সরকারি উচ্চপদস্থ অফিসার।

তাদের বহু বছরের প্রেম অবশেষে পেল পরিণতি। বিয়ে করলেন ‘আড়ি’ ছবির পরিচালক জিৎ চক্রবর্তী। বন্ধু, প্রেমিক-প্রেমিকা থেকে এবার সারা জীবন একে অপরের পথ চলার সঙ্গী জিৎ এবং স্ত্রী শানু।বিয়েতে হাজির ছিলেন নুসরত জাহান। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ টিপসও দেন অভিনেত্রী।

জিতের বিয়েতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। যশ কাজে ব্যস্ত থাকায় একাই আসেন নুসরত। এদিন নুসরত আসার পর তাঁর অ্যাপায়নে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। খানিক ধমকের সুরেই বউয়ের পাশে তাঁকে থাকতে বললেন নায়িকা। জিৎ ও  শানুকে পাশে নিয়ে অভিনেত্রী বলেন, “জিতকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা। ও আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠেছে। তবে আজ আমাদের ছবির পরিচালক নয়, শুধুমাত্র শানুর বর। দুজনে খুব ভাল থাকুক, একে অপরের সঙ্গে ভালবাসায় থাকুক, এটাই চাই। আমাদের আড়ি পরিবারের সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা।”

প্রশাসনিক বড় পদে ছিলেন জিতের শানু। আগামিদিনে নিজের দাম্পত্য জীবন নিয়ে কী ভাবছেন পরিচালক? তাঁদের কথায়, “বিয়ে হলেও আমরা আসলে একে অপরের সবচেয়ে প্রিয় বন্ধু। আর সেটাই থাকব সবসময়। এই দিনটার অপেক্ষায় বহু বছর ধরে করেছি, আজ দু’জনেই দারুন খুশি।”

অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন জিৎ। বর্তমানে সফল পরিচালক হয়ে উঠেছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত ‘কথামৃত’ ছবির হাত ধরে টলিউডে নিজের পরিচালনার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। চলতি বছরে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘আড়ি’। এই ছবির মাধ্যমে অনেক বছর পর বাংলা ছবিতে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। তাঁকে শেষ দেখা গিয়েছিল অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে। সঙ্গে থাকবেন নুসরত জাহানও। ‘আড়ি’র প্রযোজক যশ-নুসরতের সংস্থা।