মুতাছিন বিল্লাহ,জীবননগর ( চুয়াডাঙ্গা) থেকে: জীবননগরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা সড়ক বিভাগ (সওজ)।
বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ড থেকে দত্তনগর, কালীগঞ্জ এবং চুয়াডাঙ্গা সড়কের পাশে দু’শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।
এর আগে, ২৩ ডিসেম্বর সওজের পক্ষ থেকে জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথের জায়গার উপর অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান,জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথের যায়গার উপর অবৈধভাবে গড়ে ওঠা দু’শতাধিক স্থাপনার তালিকা তৈরি করা হয়। গত ২৩ তারিখে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। আজ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের নের্তৃতে উদ্ধার কাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা ও জীবননগর থানা পুলিশের ২২ জন সদস্য এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা।