ইউএনও’র কাছে তালিকা পেশ
মুতাছিন বিল্লাহ, জীবননগর: জীবননগর-দৌলৎগণ্জ বাজার কমিটি নানা জটিলতা শেষ করে ভোটার তালিকা তৈরি সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার বিকালে কমিটির ২হাজার ১৬০জন ব্যাবসায়ীর নাম ও ছবিসহ ভোটার তালিকা জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর-দৌলৎগণ্জ বাজার কমিটির আহবায়ক মোঃ আব্দুর জব্বার।জীবননগর বাজার কমিটির
যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম(মেজো বাবু), ব্যবসায়ী আব্দুল হামিদ, মুন্সী খোকন, ফয়সাল খবির, শফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে জীবননগর বাজার কমিটির নির্বাচনী সিডিউল এখনও ঘোষণা হয়নি। তার আগেই সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থীরা ভোটের জন্য ব্যবসায়ীদের দোয়া ও সমর্থন চাইতে শুরু করেছেন।
উল্লেখ্য, জীবননগর-দৌলৎগণ্জ বাজারটি একটি ব্যবসা কেন্দ্র। বাজারে দীর্ঘদিন কোন কমিটি নেই। ফলে ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার সমস্যা বিরাজ করছে। বাজার কমিটি থাকাকালে তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। দীর্ঘদিন পর বাজার কমিটির স্বতঃস্ফূর্ত নির্বাচন হতে যাচ্ছে।