কলকাতা: ২০২০ সালের জুনে নতুন নামে প্রথম আত্মপ্রকাশ করবে মোহনবাগান৷ গাঁটছড়া বেধেছে এটিকের সাথে। আগামী মরশুমে শতাব্দী প্রাচীন এই ক্লাবা আইএসএল খেলবে এটিকের হাত ধরে।
দু’পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যে। বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে কোনপক্ষের কতজন থাকবেন তাও পরিষ্কার হয়ে গেছে।
আরপিএসজি গ্রুপের মালিকানাধীন এটিকে প্রথম থেকেই আইএসএল খেলছে৷ কিন্তু আগামী মরশুম থেকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে মাঠে নামবে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে৷ নতুন ফুটবল ক্লাব দু’টি ব্র্যান্ড নামকে কাজে লাগাতে চাইছে৷ চুক্তি অনুযায়ী আরপিএসজি–র হাতে শেয়ার থাকবে ৮০ শতাংশ৷ আর মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে থাকছে ২০ শতাংশ৷
সংযুক্তিকরণ সম্পর্কে মোহনবাগান চেয়ারম্যান স্বপন সাধন বসু জানান, ‘আমরা মেরুন ও গ্রিন জার্সির রোম্যান্স চাই৷ ১৩০ বছরের ঐতিহ্য অব্যাহত রাখতে অংশীদারের প্রয়োজন ছিল। ফুটবলের নতুন যুগে প্রবেশের জন্য আরও বড় বিনিয়োগ এবং কর্পোরেট ফোর্স দরকার। এটি নিঃসন্দেহে কঠোর ও বাস্তব সত্য।’
ভারতীয় ফুটবলের নয়া রোডম্যাপ অনুযায়ী সম্প্রতি দেশের পয়লা নম্বর লিগ হিসেবে আইএসএল–কেই স্বীকৃতি দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এমনকি এএফসি’র নির্দেশিকা অনুযায়ী আসন্ন ২০২০–২১ মরশুমে দু’টি আই লিগের ক্লাবের জন্য দরজা খুলে যাবে আইএসএল–এর। তবে আইএসএল–এর যাবতীয় ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ক্লাব দু’টিকে। আর এই নির্দেশিকা অনুযায়ীই কলকাতার দুই প্রধান অন্যতম মোহনবাগানের আগামী মরশুমে আইএসএল খেলা কার্যত নিশ্চিত।
বিজনেসটুডে২৪ ডেস্ক