Home জাতীয় জুলাই আন্দোলনের ৭ আহত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

জুলাই আন্দোলনের ৭ আহত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

জুলাই আন্দোলনে আহত ৭ জন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

ঢাকা: জুলাই আন্দোলনে আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আজ তারা বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইবকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ন্যাশনাল আই সেন্টারে পাঠানো হয়েছে।

আহত এই সাতজন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

-বাসস