Home Second Lead জুলাই রেভুলেশন ঘোষণাটি হবে দেশের লিখিত দলিল

জুলাই রেভুলেশন ঘোষণাটি হবে দেশের লিখিত দলিল

জরুরি সংবাদ সম্মেলনে সারজিস আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণাটি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের লিখিত দলিল হিসেবে থাকবে। যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা উল্লেখ করে বলেন, এই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে। নতুন যে সিস্টেম প্রত্যাশা করি, সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম। ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে   ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণা নিয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামী বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের ও বয়সী মানুষের ঘোষণাপত্র নয়। যেমনভাবে ২৪-এর ঘোষণাপত্রটি সকলের ঘোষণাপত্র ছিল।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার, যারা এই বিপ্লবের ফলে এসেছে। তারা ( অন্তর্বর্তী সরকার) থেকে শুরু করে যেসব ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দল একসঙ্গে রাজপথে লড়াই করেছে তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় শহীদ মিনার থেকে ৬ই জুন অফিসিয়ালি আমাদের আন্দোলন শুরু হয়েছিল। সেখান থেকে আগামী ৩১শে ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আগামী ৩১শে ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা।