বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আনজুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় শৃুক্রবার ( ৩০ অক্টোবর ) আয়োজিত দেশের সবচেয়ে বড় জসনে জুলুসে লাখো জনতার ঢল নামে।
সকাল ৮টায় নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা লাগোয়া আলমগীর খানকা থেকে জশনে জুলুশ শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে এসে শেষ হয়।
করোনা মহামারী এবং শুক্রবার জুমার কারণে জুলুসের পথ ছিল সংক্ষিপ্ত। বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজন বিবিরহাট, মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন।
জুলুসে নেতৃত্ব দেন আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়ার অধ্যক্ষ মুফতি অছিউর রহমান আলকাদেরি প্রমুখ।