Home Second Lead জুয়েল হত্যা মামলায় মসজিদের খাদেমসহ গ্রেপ্তার ১০

জুয়েল হত্যা মামলায় মসজিদের খাদেমসহ গ্রেপ্তার ১০

শহিদুন্নবী জুয়েল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রংপুর: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শহিদুন্নবি জুয়েল হত্যা ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেমও রয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সকলেই বুড়িমারী এলাকার।

এ ঘটনায় প্রথম দফায় গ্রেপ্তার করা হয় ৫জনকে। সোমবার ২ নভেম্বর আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মোহন্ত মসজিদের খাদেমসহ ৫জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐ ঘটনায় জুয়েলের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করা করেন।

প্রথম দফায় গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউফুফ আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত দলের পরিচালক আল মাহমুদ ফাউজুল কবিরর রবিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে মসজিদের কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন । ঘটনাটিকে স্রেফ একটি গুজব বলে উল্লেখ করেন তিনি।