Home Third Lead চায়ের নাম ‘জেলেনস্কি’

চায়ের নাম ‘জেলেনস্কি’

বিজনেসটুডে২৪ ডেস্ক

অসমের চায়ের খ্যাতি বিশ্বজুড়ে। সেখানকার একটি বিখ্যাত চা প্রস্তুতকারক সংস্থা হল অ্যারোমিকা টি। ইউক্রেন প্রেসিডেন্টের হার না মানা মনোভাবকে কুর্নিশ জানাতে এবার তাঁর নামে চা বানাল (Zelenskyy Tea) অসমের  এই কোম্পানি।

ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রুশ অভিযানের বিরুদ্ধে গোটা দেশটার সংগ্রামকে সম্মান জানাতে নতুন চা’য়ের নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি’। গত বুধবার ‘অ্যারোমিকা টি’-এর ডিরেক্টর রঞ্জিত বড়ুয়া নতুন এই চা লঞ্চ করেছেন। অনলাইন বাজারে এখন দেদার বিক্রি হচ্ছে ‘জেলেনস্কি’ চা।

 

রঞ্জিত বড়ুয়া বলেছেন, ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল আমেরিকা। কিন্তু তা উপেক্ষা করে যুদ্ধের ময়দানে পড়ে থেকেছে এই দেশের সেনা। তাঁদের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর এই কঠোর, হার না মানা মনোভাবকেই কুর্নিশ জানাই আমরা। সেই ভাবনা থেকেই আমাদের তৈরি এই নতুন চা’য়ের নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি’।

‘অ্যারোমিকা টি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সকলেই একবাক্যে স্বীকার করেছেন, অসমের এই স্ট্রং চায়ের মতোই আজকের পরিস্থিতিতে শক্তি, সামর্থ্যের অপর নাম হয়ে উঠেছেন জেলেনস্কি।