Home রাজনীতি জেল হত্যা দিবস:  সাংসদ লতিফের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জেল হত্যা দিবস:  সাংসদ লতিফের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জেল হত্যা দিবস উপলক্ষে সাংসদ এম এ লতিফের ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে ০৩ নভেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন-দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রারম্ভে সোনার বাংলাকে মেধাহীন করতে স্বাধীনতা বিরোধীরা জাতীয় ৪ (চার) নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।

জাতীয় চার নেতার পলাতক হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জোর দাবী জানান।

দোয়া মাহফিলে ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিয়াজ উদ্দিন এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এম. হাসান মুরাদ, লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, স্বাধীনতা নারী শক্তি’ সংগঠনের পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, ২৯ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি মোঃ আফছার উদ্দিন, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম-সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেন, সিএন্ডএফ এসোসিয়েশন’র সহ-সভাপতি জহুর আলম, ২৯ নং ওয়ার্ড যুবলীগর সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু ৩৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাবর।

-সংবাদ বিজ্ঞপ্তি