Home অন্যান্য জোড়াশিশু পৃথককরণ শুরু ঢাকা মেডিক্যালে

জোড়াশিশু পৃথককরণ শুরু ঢাকা মেডিক্যালে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জোড়া লাগানো শিশু লাবিবা-লামিসার অস্ত্রোপচার শুরু হয়েছে ঢাকা মেডিক্যালে।

ঢাকা মেডিক্যাল ইতিপূর্বে আরও দুটি শিশু সফলভাবে পৃথক করেছে। লাবিবা-লামিসা এসেছে নীলফামারী থেকে। হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম জানান, জোড়া শিশুর পৃথক করার জন্য অস্ত্রোপচার শুরু হয়েছে। পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও হাসপাতালে মোট আটটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে অস্ত্রোপচার শুরু করা হয়েছে।অস্ত্রোপচারে সহযোগিতা করছেন পেডিয়াট্রিক সার্জারি ছাড়া ও নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিক এনেসথেসিয়া, অনকোলজি সহ অন্যান্য চিকিৎসকরা।

দেশবাসীর কাছে শিশু দুটির মা বাবা দোয়া চেয়েছেন।