বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুষ্টিয়া: খাজানগরে মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পঞ্চাশ কেজির বস্তায় ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত তুলে দর বাড়িয়ে দিয়েছেন তারা।
দেশের বৃহত্তম চালকল এলাকা খাজানগর। ৫৫টি অটো ও ৩৭টি সেমি-অটো রাইস মিল রয়েছে জেলায়।
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে চাল মিল মালিকরা বলেছেন ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। ধানের দামও বেড়ে গেছে। তাই বেড়েছে চালের দাম। তবে, এখন নতুন ধান উঠছে। আশা করা যাচ্ছে ধানের দাম কমে যাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম তাহসিনুল হক বলেছেন, মজুত বা অন্য কোনো অনিয়ম করে কোনো মিল মালিক দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিল মালিক মো. ওমর ফারুক বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চালের বাজারেও প্রভাব পড়বে বলে মনে করি। তবে নতুন ধান উঠছে। এরপর হয়ত চালের বাজার স্বাভাবিক থাকবে।