Home আন্তর্জাতিক নিজের তৈরি কোম্পানি ছাড়তে হল জ্যাক মা’কে

নিজের তৈরি কোম্পানি ছাড়তে হল জ্যাক মা’কে

জ্যাক মা

বিজনেসটুডে২৪ ডেস্ক

চিন সরকারের সমালোচনা করে আগেই তাদের রোষানলে পড়তে হয়েছিল আলিবাবার কর্ণধার চিনের ধনকুবের জ্যাক মা-কে। পরিস্থিতি এমনই হয় যে নিজের দেশ ছেড়ে তাঁকে প্রায় স্বেচ্ছা-নির্বাসনে দিন কাটাতে হচ্ছে বর্তমানে। একমাত্র হাতে গোনা অতি ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া জ্যাক মা সম্পর্কে বিন্দুবিসর্গও কেউ কিছু জানেন না। গত দেড় বছরে মাত্র কয়েক মুহূর্তের জন্য জ্যাক মা-কে সর্বসমক্ষে দেখা গিয়েছে। কিন্তু তারপরও জ্যাক মা-র পিছু ছাড়ছে না চিনা সরকার। তার জেরেই সম্ভবত নিজের তৈরি সাম্রাজ্য এবার নিজেই ছেড়ে দিলেন জ্যাক মা। তাঁর হাতে তৈরি, তিনিই যে কোম্পানির প্রতিষ্ঠাতা, সেই চিনা ফিনটেক জায়ান্ট Ant Group আর জ্যাক মা-র নিয়ন্ত্রণে নেই। সম্প্রতি কোম্পানির বোর্ড ম্যানেজমেন্ট কিছু পরিবর্তন এনেছে যার ফলে ভোটিং ক্ষমতা জ্যাক মা-র হাত থেকে চলে গিয়েছে। শনিবার সংশ্লিষ্ট গোষ্ঠীর তরফে এমনটাই জানানো হয়েছে।

এই ঘটনা অনেক তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে চিন শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার তরফে Ant গ্রুপের ৩৭ বিলিয়ন আইপিওর  উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ২০২০ সালে। তার জেরে কোম্পানির অভ্যন্তরে আমূল পরিবর্তনের সূত্রপাত হয়েছিল তখন থেকেই।

এই ঘটনার জেরে আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, Ant গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন‌ জ্যাক মা-ই। কিন্তু সেই কোম্পানি থেকে জ্যাক মা-র অপসারণ আরও একবার বেসরকারি সংস্থার উপরে চিন সরকারের ‘গা-জোয়ারি’ প্রমাণ করল। এর ফলে যা হতে চলেছে, দেশের সমস্ত উৎপাদকক্ষম কোম্পানির ক্ষমতা খর্ব হবে। চিনা সরকার কোনও বেসরকারি কোম্পান‌িকেই এমন জায়গায় পৌঁছতে দেবে না যার ফলে তারা নিজেদের মতামত রাখার জায়গায় আসতে পারে।

সে কারণেই জ্যাক মা নিজের হাতে যে দু’টি কোম্পানি তৈরি করেছিলেন, সেই Ant এবং e-commerce group Alibaba-কে অতীতে হাজারও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে।  একইভাবে ২০২১ সালে  2021 সালে Alibaba-কে  জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, জ্যাক মা-র Ant কোম্পানিতে ৫০% এর বেশি ভোটিং রাইট ছিল। কিন্তু তাঁর শেয়ার কমে বর্তমানে দাঁড়ায় ৬.২%-এ।

২০২০ সালে আইপিও পেপার  অনুযায়ী, জ্যাক মা-র অধীনে কোম্পানির মাত্র ১০% রয়েছে। তা সত্ত্বেও জ্যাক মা-ই Ant গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করছিলেন। কারণ, তাঁর অন্য সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানি তাঁর নিয়ন্ত্রণাধীন ছিল। কিন্তু কোম্পানির অভ্যন্তরে ক্ষমতার পুনর্বিন্যাসের ফলে জ্যাক মা-র হাত থেকে পুরো নিয়ন্ত্রণই চলে গেল। ফলে এক সময়ে যে কোম্পানি তৈরি করেছিলেন জ্যাক মা, সেই কোম্পানিই তিনি ছেড়ে যেতে বাধ্য হলেন!