Home খেলাধুলা জয়পুরহাটে ৪ দলীয় যুব নারী ফুটবল টুর্নামেন্ট

জয়পুরহাটে ৪ দলীয় যুব নারী ফুটবল টুর্নামেন্ট

জয়পুরহাট থেকে খোকন হোসেন জাকির: হিংসা নয়, সম্প্রীতি ছড়াই; বিদ্বেষ নয়, সম্প্রীতির গান গাই- এ শ্লোগানকে প্রতিপাদ্য রেখে মাদকমুক্ত সমাজ গড়তে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক আন্ত:উপজেলা যুব নারী ফুটবল টুর্নামেন্ট -২২।

চার দলের এ র্টুনা টুর্নামেন্ট উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
শনিবার বিকেল ৩টায় শহরের ধানমন্ডি এলাকায় জয়পুরহাট মহাবিদ্যালয় মাঠে শুরু হয় খেলা।

টুর্নামেন্টে পাঁচবিবি উপজেলা নারী দল ৬-০ গোলে ক্ষেতলাল উপজেলা নারী দলকে এবং জয়পুরহাট সদর উপজেলা নারী দল ২-০ গোলে কালাই উপজেলা নারী দলকে হারায়। এ খেলায় ফাইনালে পাঁচবিবি উপজেলা নারী দল ১-০ গোলে জয়পুরহাট সদর উপজেলা নারী দলকে পরাজিত করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট অ্যাডভোকেট সামছুল আলম দুদু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্লাটফর্মের সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সিএসও পিভিই প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী রনক বর্মন ও কামরুজ্জামান রানা, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার ফাহমিদা জাহান ইভা, পিভিই প্রকল্পের ফাইনান্স অফিসার দেব নারায়ন মন্ডল এবং উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ।