বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জয়পুরহাট: জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে ” অভিশপ্ত আগষ্ট ” নাটক মঞ্চস্থ হয়েছে। রবিবার রাতে সার্কিট হাউজ মাঠে নাটকটি মঞ্চস্থ হয়।
ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান-এর পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে বাংলাদেশ পুলিশ নাট্যদল ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাসাশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” এর ৬৫ তম মঞ্চায়ন হয় ।
জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা ও দায়রা জজ নুর ইসলাম, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ সরকারি – বেসরকারি কর্মকর্তা – কর্মচারী জনপ্রতিনিধি ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাটক শেষ অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশ থিয়েটারের শিল্পীদের নিখুঁত অভিনয় ও অভিনয় দক্ষতার প্রশংসা করেন । এই নাটকটির মাধ্যমে সাধারণ মানুষ ইতিহাসের অনেক অপ্রকাশিত ও অমোঘ সত্যকে জানতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।