বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জয়পুরহাট: আইটিতে দক্ষ হয়ে স্মার্ট ছাত্র-ছাত্রীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। শনিবার দুপুরে জয়পুরহাটের কালাইয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হূইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়াম্যান আরিফুর রহমান রকেট, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।