Home সারাদেশ জয়পুরহাটে এক হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসাসেবা

জয়পুরহাটে এক হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসাসেবা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

জয়পুরহাট: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০ টায়  জয়পুরহাট জেলা শাখার আয়োজনে আক্কেলপুরের চকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলার সভাপতি নুরে আলম হোসেন সভাতিত্ব করেন্  মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও সার্জন ডাক্তার মোঃ মফিউর রহমান।

বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি সেলিমাদ্দিন আফরোজা হাসি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেবুতি মোহন মন্ডল, জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম সাজুসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

গ্রামের প্রায় ১ হাজার হতদরিদ্র , দুঃস্থ , নারী, পুরুষ, শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।