Home সারাদেশ জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন

জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

জয়পুরহাট: নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, রেইট সিডিউল পরিবর্তন, চলমান কাজের উপর ভর্তুকি প্রদানের দাবিতে জয়পুরহাট জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শহরের জিরো পয়েন্ট কেন্দ্রিয় মসজিদ চত্বরে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক কালিচরণ আগরওয়ালা সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান মেহেদি, সদস্য খালেকুজ্জামান পানু, জাহিদ ইকবাল,আনিসুর রহমান, জাহিদুল ইসলাম বেনু, মাহফুজুর রহমান, দেওয়ান মোস্তাক, মোস্তাফিজুর রহমান মিলন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ঠিকাদাররা নির্মাণ সামগ্রীর দ্বিগুণ দাম হওয়ায় চলামান কাজের উপর সরকারকে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন ।