ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আপাতত যা ভোট পেয়েছেন, তাতে জিতেই গিয়েছেন বলা যায়। যদিও রিপাবকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করতে রাজি নন। তিনি বলছেন, ডেমোক্র্যাটরা ভোট চুরি করেছে।
নির্বাচনের ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করতে তৈরি রিপাবলিকানরা। মামলার খরচ চালানোর জন্য দলের সমর্থকদের থেকে ৬ কোটি ডলার চাঁদা তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার পর্যন্ত গণনার যে ফলাফল, তাতে দেখা যায়, বাইডেন পেয়েছেন ইলেকটোরাল কলেজের ২৫৩ টি ভোট। ট্রাম্প পেয়েছেন ২১৪ টি। এবার পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোট পেলেই বাইডেন জয়ী হবেন। এছাড়া জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদায় ট্রাম্পের থেকে অল্প ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। এই তিনটি অঙ্গরাজ্যের মধ্যে দু’টিতে জয়ী হলেও বাইডেন প্রেসিডেন্ট হতে পারবেন।
আমেরিকায় ভোট দিয়েছেন ১৪ কোটি ৭০ লক্ষ মানুষ। ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে আছেন ৪১ লক্ষ ভোটে। তবে যে চারটি প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেখানে বাইডেন এগিয়ে ছিলেন ৮৩ হাজার ৯৩৭ ভোটে। জর্জিয়াতে তিনি এগিয়েছিলেন ৩৯৬২ ভোটে। পেনসিলভানিয়াতে মোট ভোটের ৯৬ শতাংশ গোনা হয়ে গিয়েছে। বিডেন এগিয়ে আছেন ২৭ হাজার ১৩০ ভোটে। অ্যারিজোনায় ৯৭ শতাংশ ভোট গোনা হয়েছে। সেখানে বাইডেন এগিয়ে আছেন ২৯ হাজার ৮৬১ ভোটে। নেভাদায় তিনি এগিয়ে আছেন ২২ হাজার ৬৫৭ ভোটে।