Home রাজনীতি বঙ্গবন্ধু’র কথাই বলব: ডা. মুরাদ এমপি

বঙ্গবন্ধু’র কথাই বলব: ডা. মুরাদ এমপি

এমরান হোসেন, জামালপুর থেকে: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আমি শুধুমাত্র আপনাদের ভালবাসা চাই, আর কিছু চাই না। আমাকে আপনারা বারবার ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন কারণ আমি আপনাদের সন্তান। আমি অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার এর সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার এই শরীরে আওয়ামী লীগের রক্ত বহন করি, আমার এই শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বহন করি, আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের কথা বলি, আমি স্বাধীনতার কথা বলি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা বলি। এই রক্ত বেঈমানী করবে না, এই রক্ত কোনদিন আপনাদের ছেড়ে, সরিষাবাড়ীর মা, মাটি, মানুষকে ছেড়ে কোনদিন যাবে না মৃত্যু না হওয়া পর্যন্ত। আমি আপনাদের সন্তান, আপনাদেরই ছিলাম, আপনাদেরই আছি এবং আপনাদের থাকব। কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না।
তিনি আরও বলেন, এই কম্বল খুব সামান্য, আমি মাত্র ৫০০ কম্বল নিয়ে এসেছি। এখানে আমার কৃতিত্ব নেয়ার কিছুই নাই। এটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব পালন করতে এসেছি। আমার দায়িত্ব আমার এলাকার শীতার্ত মানুষ যারা শীতে কষ্ট পান তাঁদের পাশে দাঁড়ানো। আপনারা আমাকে এমপি বানিয়েছেন তাই এই দায়িত্ব আমার উপরেই পড়ে।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। আমি এমপি থাকি বা না থাকি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি আমার জীবন দিয়ে হলেও জয় বাংলার কথাই বলব, বঙ্গবন্ধু’র কথাই বলব, আমি অন্য কোন দল থেকে ডিংবাজি মেরে এখানে আসি নাই। আমি আপনাদের সাথেই থাকব।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বীর প্রতিক আব্দুল হাকিমের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন পিংনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য লুৎফর রহমান লুলু, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমূখ।
পরে আওনা ইউনিয়নের ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন স্থানীয় সাংসদ ডা. মুরাদ হাসান।