তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে রাহাদ হাসান মুন্না: ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অস্বাভাবিক ভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাটিয়ান হাওরের ‘আনন্দ নগর’ গ্রামের পাশে ৪৪ নং পিআইসি’র নির্মিত বাঁধটি ফাটলের সৃষ্টি দেখা দিয়েছে।
মাটিয়ান হাওরের আনন্দ নগর এর ৪৪ নং বাঁধটি ঝুকিপূর্ণ অবস্থার রয়েছে এমন সংবাদ পেয়ে শনিবার রাত ১২ টার সময় স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধে ছুটে যান,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা প্রমুখ।
‘তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন,আনন্দ নগর বাঁধের অবস্থা ঝুকিপূর্ণ এমন সংবাদ পেয়ে আমি রাতেই স্থানীয়দের নিয়ে বাঁধে গিয়েছি এবং স্থানীয়দের দিয়ে বাঁধের ফাটলে মাটি বরাট করিয়েছি ‘আপাতত বাঁধের অবস্থা ঝুকি মুক্ত রয়েছে’।