বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ডেভলপার প্রতিষ্ঠান সানমার প্রোপার্টিজ লিমিটেড কতৃর্ক ডানকান হিলে
বৃক্ষ নিধন এবং ড্রেজার ও এস্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কাটার অভিযোগের শুনানি অজানা কারণে ঝুলে আছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর এনফোর্সমেন্ট পরিচালনা করে। এ সময় অবস্থানগত ছাড়পত্র ব্যতীত বহুতল ভবন নির্মাণ এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের প্রমাণ পাওয়া গিয়েছিল। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত ২০১০ ) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭৯ (সংশোধিত ২০০২) এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
জানা যায়, এনফোর্সমেন্ট পরিচালনার পর শুনানির জন্য সানমার প্রোপার্টিজকে বিদায় বছরে ১৮ অক্টোবর পরিবেশের চট্টগ্রাম মহানগরের পরিচালকের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সেদিন অজানা কারণে তা হয়নি এবং ২৫ অক্টোবর শুনানির তারিখ পুনঃনির্ধারণ করা হলেও পরিবেশের পরিচালকের অসুস্থতার অজুহাত দেখিয়ে পুনরায় ৮ নভেম্বরের নির্ধারণ করা হয়। কিন্তু শুনানি হয়নি।
ডানকান হিলের স্থানীয়রা বলছেন, সানমার প্রোপার্টিজ মাসোহারা দিয়ে পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেছে।
এই ব্যাপারে জানতে চাইলে সানমার প্রোপার্টিজের সিইও মাফুজুল বারি বলেন, ডানকান হিলের জায়গাটা সানমারের নিজস্ব। এখানে আমাদের পুরানো ৩তলা বাড়ি করা আছে। বাড়িটি সংরক্ষণের কাজ করতে গিয়ে শ্রমিকদের ভুলে কিছু গাছ কাটা হয়েছে। আমরা কোনো নির্মাণের পরিকল্পনা করি নাই। পরিবেশ আমাদের শুনানির তারিখ নির্ধারণ করলে আমরা অবশ্যই যাব।
পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক নুরুউল্লাহ নুরী জানান, করোনার কারণে সানমার প্রোপার্টিজের শুনানি স্থাগিত করা হয়েছিল। আমরা কিছুদিনের মধ্যে শুনানির তারিখ নির্ধারণ করবো। অনেকগুলো মামলা জমে থাকার কারণে তারিখ নির্ধারণে জটিলতা হচ্ছে।