বিজনেসটুডে২৪ ডেস্ক: অবতরণের সময় ৮০ জন যাত্রী সহ একটি বিমান আছড়ে পড়ল রানওয়েতে । সঙ্গে সঙ্গে উলটেও যায় বিমানটি। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ।
ঘটনায় কোনও প্রাণহানি হযনি। তবে, আহত হয়েছেন ১৮ জন। যাদের মধ্যে এক শিশু সহ তিনজন গুরুতর আহত হয়েছেন । অ্যাম্বুল্যান্স বা হেলিকপ্টারে করে প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আমেরিকার মিনিয়াপোলিসের সেন্ট পলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি ( Delta Flight 4819 ) । মোট ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন বিমানে। কিন্তু অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিমানটি উলটে যায়।
কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রবল বাতাস ও তুষারঝড়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ সেই সময় বরফে ঢেকে ছিল বিমানবন্দরটি।
ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রানওয়েতে উলটে যাওয়ার পরই আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়াও দেখা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে বিমানের আগুন নেভান দমকলকর্মীরা।
এরপরই যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। ঘটনার পর প্রায় দু’ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল ওই বিমানবন্দরে।