বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ২০২০–২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে টাকা পাচার বন্ধে প্রমাণিত পরিমাণের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগ দেখানোর মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার ও কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিধান অনুযায়ী যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং করে পাচার করা হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার উপর ৫০ শতাংশ হারে কর আরোপিত হবে।