নয়াদিল্লি: আবার টাটাদের সঙ্গে সাইরাস মিস্ত্রিদের পরিবারের বিবাদের পারদ চড়ছে। শাপূর্জি পালোনজি গোষ্ঠীর হাতে থাকা টাটা সন্সের শেয়ার বন্ধক রাখা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘাত বাড়ছে।
টাটা সন্স সুপ্রিমকোর্টে গিয়েছে যাতে শাপূর্জি পালোনজি মিস্ত্রির গোষ্ঠীর কোন টাকা না তুলতে পারে টাটা সন্সের শেয়ার বন্ধক রেখে। পাশাপাশি আবেদন করা হয়েছে ওই শেয়ার যেন হস্তান্তর না করা হয়।
বর্তমান করোনা সংকটে ব্যবসার জন্য ১১,০০০ কোটি টাকা তোলার লক্ষ্য নিয়েছে শাপূর্জিরা। এজন্য তাদের হাতে থাকা টাটা সন্সের কিছু শেয়ার বন্ধক রেখে ৩৭৫০ কোটি টাকা তুলতে কানাডার এক সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলা করেছে টাটা গোষ্ঠী। যদিও শাপূর্জিদের দাবি, টাটারা যেটা করছে সেটা প্রতিহিংসা মূলক এবং ক্ষুদ্র লগ্নিকারীদের স্বার্থবিরোধী। এর ফলে নির্মাণ ও পরিকাঠামো ক্ষেত্রে ৬০,০০০ কর্মী ও লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের ক্ষতি হবে।
টাটাদের বক্তব্য, এই গোষ্ঠীর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে সাইরার মিস্ত্রিকে ফেরানোর ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে টাটা সন্সের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ৭৫ নম্বর ধারাকে কাজে লাগিয়ে সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকার খর্ব করা যাবে না। যার আওতায় শাপূর্জি দের অংশীদারি বাজারদরে কেনার প্রস্তাব দিতে পারে টাটারা। সেক্ষেত্রে শাপূর্জিরা শেয়ার বন্ধ রাখছে। যদিও সেটা জানায়নি টাটাদের এবং সুপ্রিম কোর্টকে। ফলে টাটাদের আর্জি, মিস্ত্রিরা যাতে শেয়ার হস্তান্তর না করতে পারে তার নির্দেশ দিক আদালত।
বিজনেসটুডে২৪ ডেস্ক