Home First Lead ৪৬ দেশে টিকাকরণ শুরু

৪৬ দেশে টিকাকরণ শুরু

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) প্রধান টেড্রস আধানম জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বের অনেক দেশ টিকাকরণ শুরু করেছে। সেই টিকা যেন সব দেশ পায়, সেদিকে নজর দিতে হবে। ইতিমধ্যেই ৪৬টি দেশ টিকাকরণ শুরু করেছে। তার মধ্যে ৩৮টি উন্নত দেশ।

এই প্রসঙ্গে টেড্রস বলেন, আমি দেখতে চাই ১০০ দিনের মধ্যে সব দেশে টিকাকরণ শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মীদের আগে সুরক্ষা দিতে হবে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ এখন অনেকটাই কম। বিশ্বের অনেক দেশেই টিকাকরণ শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাসের উৎস খুঁজে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। যদিও তা এখনও খুঁজে পায়নি তারা। এমনকি প্রথম কোভিড আক্রান্ত ব্যক্তি কে, তাও জানা যায়নি। সেই তথ্য হয়তো আর কোনও দিন জানা যাবে না এমনটাই জানাল হু।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি কমিটির বৈঠক ছিল। সেখানেই আলোচনার পরে কমিটি জানিয়েছে, এই মুহূর্তে কোনও দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য টিকাকরণের কোনও প্রমাণ দেখানোর দরকার নেই। কারণ এখনও পর্যন্ত টিকাকরণের সাফল্য কতটা তা জানা যায়নি।

কমিটির চেয়ারম্যান দিদিয়ের হুসেইন বলেন, বিভিন্ন দেশ ভিসা, কোয়ারেন্টাইন ও যাতায়াত নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। তাই এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া ও সব দেশের জন্য একটা গাইডলাইন তৈরি করা।

২০১৯ সালে ডিসেম্বর মাসে চিনের উহানে প্রথম ছড়িয়েছিল কোভিড সংক্রমণ। বিশ্বজুড়ে এই সংক্রমণ ছড়ানোর জন্য চিনকে দায়ী করেছে অনেক দেশই। যদিও হু সেরকম কোনও অভিযোগ করেনি। তবে কীভাবে এই সংক্রমণ ছড়িয়েছে সেই বিষয়ে গবেষণার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলকে প্রথমে চিনে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি। যদিও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই গবেষণা। এই প্রসঙ্গে দলের প্রধান ভ্যান কারকোভ জানিয়েছেন, “প্রথম কে করোনা আক্রান্ত হয়েছিলেন তার খোঁজ হয়তো আমরা কোনও দিনও পাব না।”