Home করোনা আপডেট টিকা নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

টিকা নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি- সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: এবার কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী।

সোমবার (০১ মার্চ) সকালে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে স্ত্রী রাহাত আরাসহ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেন বিএনপি’র মহাসচিব।

এর আগে বিএনপি’র নেতাকর্মীরা ভারত থেকে আমদানিকৃত কোভিড-১৯ প্রতিরোধী টিকা কোভিশেল্ডের সমালোচনা করলেও ক্রমান্বয়ে এ টিকা নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ দলটির নেতৃবৃন্দ।

ভারত থেকে আমদানিকৃত কোভিশেল্ডে আস্থা নেই বলেও মন্তব্য করেছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি আরম্ভ হয়।