Home জাতীয় রবিবার থেকে গণহারে ভ্যাকসিন

রবিবার থেকে গণহারে ভ্যাকসিন

রবিবার ৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। ওই দিন থেকে শুরু হচ্ছে গণহারে করোনার টিকা প্রয়োগ। সে জন্য যারা টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা শনিবার সকাল থেকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।

রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা।

করোনাভাইরাসের এই টিকা পেতে শুক্রবার বিকেল পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। কাজেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সারাদেশে গণহারে করোনার টিকা প্রয়োগ শুরুর প্রস্তুতিমূলক কাজ।

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ইপিআই স্টোর থেকে টিকা তুলে দেওয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মুগদা মেডিকেল এবং বিমানবাহিনীর হাতে। টিকা প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ আলম।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. রওশন জাহান আখতার আলো বলেন, ‘রাজধানীর পাশাপাশি সারাদেশে টিকা প্রয়োগের প্রস্তুতিমূলক সব কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।’

এদিকে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মোস্তাক হোসেন জানান, অ্যাপ চালু না হলেও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় ২৫ হাজার। তাই আগের পরিকল্পনা থেকে সরে এসে প্রথম চার সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। সেক্ষেত্রে এর কার্যকারিতা একই থাকবে বলেও জানান তিনি।

জনগণকে উদ্বুদ্ধ করতে এই দফায় প্রথম দিনেও বেশ কয়েকজন বিশেষ ব্যক্তি টিকা নিবেন। ধীরে ধীরে টিকাগ্রহীতার সংখ্যা বাড়বে বলে স্বাস্থ্য বিভাগ আশাবাদ ব্যক্ত করছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক