বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ইশ্বরদী: রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। রবিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলাম।
তবে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী তিন ব্যক্তিকে জরিমানার ঘটনার তদন্তও চলবে বলেও জানিয়েছেন ডিআরএম।
এদিকে রাজধানীতে রবিবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি শফিকুলকে তড়িঘড়ি বরখাস্তের আদেশ দেওয়া বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও পাকশী) নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে বলে জানান।
রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া যাত্রী ভ্রমণ এবং এই নিয়ে জটিলতায় যে তার আত্মীয় জড়িত তা তিনি জানতেন না। গণমাধ্যম থেকে ফোন করার পর তিনি পরে জানতে পেরেছেন।
গত ৫ মে রাতে ঈশ্বরদী থেকে ওঠা তিন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের জন্য জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম।
ওই তিন যাত্রী রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন। টিকিট ছাড়াই পাবনা থেকে ঢাকামুখী ট্রেনে উঠে এসি কামরায় বসেছিলেন তিন যাত্রী। তখন টিটিই বিনা টিকিটে ভ্রমণের জন্য তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। পাশাপাশি এসি কামরাও ছাড়তে হয় তাদের।
গত বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর ওই টিটিইকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়। পরদিন শুক্রবার তিনি আর কাজে যোগ দিতে পারেননি।
ওই তিন যাত্রী রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের নিকটাত্মীয়। তার ফোন পেয়েই টিটিইকে বরখাস্ত করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বরখাস্ত করার খবর প্রকাশের পর নানা মহলে সমালোচনা শুরু হয়।
বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘তার সাসপেনশন লেটার উইথড্র করা হচ্ছে এবং যে ডিসিও (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা) এ ধরনের অর্ডার দিয়েছে, তাকে আমরা একটা শোকজ করছি যে, কীভাবে সেটা দিল। কাজেই বিষয়গুলো সবই চলে আসবে।