বিজনেসটুডে২৪ ডেস্ক:গাড়ির বাজারে নতুন চমক নিয়ে হাজির ভারতের টাটা মোটরস। টিয়াগো এনআরজি –এর নতুন আপডেটেড সংস্করণ লঞ্চ করেছে কোম্পানিটি। বেশ কিছু নয়া চমকের সঙ্গে এই গাড়িটিকে লঞ্চ করেছে কোম্পানিটি। কী কী সুবিধা পাওয়া যেতে চলেছে? পড়ে নিন বিস্তারিত।

সূত্রের খবর, যদি দাম ও ভ্যারিয়েন্টের উপর লক্ষ্য রাখা হয় সেই ক্ষেত্রে Tiago NRG –এ আর এন্ট্রি লেভেল XT ভ্যারিয়েন্টটি কেনার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন থেকে গাড়িটির শুধুমাত্র একটি সিঙ্গল টপ স্পেক XZ ভ্যারিয়েন্ট ক্রয়ের সুবিধা পাওয়া যাবে।
ভারতের বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৭ লাখ ২০ হাজার টাকা থেকে। এটির টপ স্পেক সংস্করণটি কিনতে হলে খরচ পড়বে ৮ লাখ ৭৫ হাজার টাকা। (এক্স শোরুম)। মূলত পাওয়ারট্রেনের পরিপ্রেক্ষিতে গাড়িটির দামে পার্থক্য রয়েছে। টিয়াগোর রেগুলার মডেলটির তুলনায় NRG –এর দাম প্রায় ত্রিশ হাজার টাকা বেশি। টিয়াগো এনআরজিতে সিএনজি, এএমটি, এমটি এবং পেট্রল এএমটি এবং পেট্রল এমটি গিয়ারবক্সের বিকল্পের সুবিধা পাওয়া যায়।
টিয়াগো এনআরজি গাড়িটিতে একটি 1.2 লিটার, 3 সিলিন্ডার, NA পেট্রল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি পেট্রলে 86 hp শক্তি ও সিএনজিতে 73 hp শক্তি উৎপন্ন করে থাকে। গাড়িটিতে স্পষ্টভাবেই আকর্ষণীয় পাওয়ারট্রেনের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা।